ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস. এম.রুহুল আমীন রিজভীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ পূর্ব কৃষ্ণকাঠি সুতালড়ী জামে মসজিদ ও পোস্ট অফিস রোডের আব্দুল আজিজ সালাফি মসজিদ, ২১ মার্চ এবাদুল্লাহ জামে মসজিদ, ২২ মার্চ লঞ্চঘাট জামে মসজিদ, ২৩ মার্চ এলজিইডি জামে মসজিদ,২৪ মার্চ শাহী জামে মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ বিষয়ে অ্যাডভোকেট এস.এম রুহুল আমীন রিজভী বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌর শহরের বেশ কিছু মসজিদে ইফতার বিতরণ করা হয়েছে। পুরো রমজান জুড়ে শহরের আরও কিছু মসজিদে ইফতার বিতরণ করা হবে।এসময় তার পরিবার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।