মাদকদ্রব্যের অপব্যবহার রোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সিটি কিন্ডারগার্টেন স্কুলের মাঠে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইয়াসের উপদেষ্টা ও ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার।
বিশেষ অতিথি ছিলেন ইয়াসের উপদেষ্টা ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ইয়াসের উপদেষ্টা ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সিটিক্লাব ও পাঠাগারের উপদেষ্টা হেমায়েত হোসেন হিমু, সিটিক্লাব ও পাঠাগারের সভাপতি আবদুস সালাম চুন্নু, ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের সভাপতি আবির হোসেন রানা।
ইয়াসের সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বির সঞ্চালনায় বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য সহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।