ঝালকাঠি জেলার ৩৩টি অবৈধ ইট ভাটা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৩ মার্চ) দিনব্যাপী অভিযান পরিচালনা করে জেলা চার উপজেলায় ৩৩ টি অবৈধ ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ২০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ও ১ জনের ৩ মাসের জেল দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নলছিটি উপজেলার ৯ টি ইট ভাটায় ১০ লাখ ৫ হাজার জরিমানা ও একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঝালকাঠি সদরে ৬ টি ইটভাটাকে ৩ লাখ ৭০ হাজার টাকা ও রাজাপুরে ৪ টি ইটের ভাটাকে ৩ লাখ টাকা ও কাঁঠালিয়া উপজেলা ২ টি ইট ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক ফারাহগুল নিঝুম বলেন,হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলার সবগুলো অবৈধ ইটভাটা অভিযান চালিয়ে ৩৩ টি ইট ভাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। একযোগে চার উপজেলা আমাদের ম্যাজ্রিস্টেটরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সকল অবৈধ ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।