কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধিঃ
”সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় ভোটার দিবস-২০২৪ পালিত হয়েছে।
শনিবার(২ মার্চ) বেলা ১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আর এম শফিউল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন মিয়া, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি খন্দকার আহমদ হোসেন, সাংবাদিক শাহীন আহমেদ প্রমূখ।