জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলায় রফিকুল ইসলাম (৩৯) নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) রাতে উপজেলার কোটাখোল ইউনিয়নের বড়দিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মীর আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের বড়দিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১ কেজি ৭শ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
এসআই সুমন হাওলাদার জানান, আসামীর বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে