ঝালকাঠিতে ভোরের কাগজের জেলা প্রতিনিধি আব্দুল মন্নান তাওহিদকে নির্যাতনকারী শহরের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঠিকাদার মনির হোসেনের (৪৮) জামিন দেননি আদালত। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম অদালতে দুই পক্ষের শুনানি শোনেন বিচারক মো. মনিরুজ্জমান। পরে তিনি আসামিকে জামিন না দিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
এদিকে সোমবার সকালে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকা থেকে সাংবাদিক নির্যাতনকারী মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই বিকেলে তাকে জেল হাজতে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি শহরের বিআইপি সড়কের ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল অফিস থেকে ডেকে এনে পার্শবর্তী একটি দোকানের মধ্যে আটকে রেখে আওয়ামী লীগ নেতা ঠিকাদার মনির হোসেন ও তাঁর কয়েক সহযোগী সাংবাদিক এবং ঠিকাদার আব্দুল মন্নান তাওহিদকে লোহার পাইপ দিয়ে মারধর করে। এসময় তাঁর কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ ঘটনায় আব্দুল মন্নান বাদী হয়ে রবিবার রাতে ঝালকাঠি থানায় মামলা দায়ের করে।