নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের তরুণ কবি ও গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফকে (৩৫) গ্রেফতারের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর সাহিত্য সমাজের আয়োজনে দুর্গাপুর প্রেসক্লাব চত্বরে প্রায় ঘন্টাকাল সময় ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, কবি আবুল বাশার, লোকান্ত শাওন, সংগঠনের সাধারণ সম্পাদক জীবন কুমার নন্দী প্রমুখ।
বক্তারা বলেন, গত রবিবার রাতে কবি শামীম আশরাফকে শহরের আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় অবস্থিত তাঁর ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আমরা এ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
উল্লেখ্য, এই তরুণ কবি বিরুদ্ধে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর বিপক্ষে পোস্টার ডিজাইন করার মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে।