ঝালকাঠি জেলা ইসলামী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা কার্যালয় (২৫) ফকির বাড়ি ইছহাকিয়া কমপ্লেক্স ফকিরবাড়ি রোড ঝালকাঠি আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলার সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল কাদের তাওহীদি এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম খলিল ২০২৪ সেশনের ১৫ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা পূর্ণাঙ্গ কমিটি ও ১০ সদস্য বিশিষ্ট মজলিসে শুরা কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, সহ- সভাপতি মোহাম্মদ ওয়ালীউল্লাহ সরদার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের তাওহীদী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ইসাহাক বিন আব্দুল আউয়াল, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ ঈসা আল মারুফ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ অলিউল্লাহ, প্রকাশনা ও দফতর সম্পাদক মোহাম্মদ আলী হোসেন , অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ দ্বীন ইসলাম , বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ সৈয়দ আশরাফুল ইসলাম, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ মোঃ আল আমিন, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মোঃ মুসা সরদার, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশিক গাজী, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ হাসান মাহমুদ, সদস্য মোয়াজ।
নবগঠিত মজলিসে শুরা সদস্যরা হলো মুহাম্মাদ মাসুম বিল্লাহ, মোঃ রফিকুল ইসলাম,মোঃজুনায়েদ ,মোঃ আবু বকর ,মোহাম্মদ ফারদিন ,মোহাম্মদ আরিফ বিল্লাহ,মোহাম্মদ শাহাদাত হোসেন ,মোহাম্মাদ সাইফুল ইসলাম, মুহাম্মাদ আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠির জেলার সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন
তিনি বলেন, বর্তমান শিক্ষা কাঠামো দিয়ে ৯১% মুসলমানের দেশে নাস্তিক্যবাদ চর্চার চেষ্টা চলছে, ট্রানজেন্টার বিষয় পাঠ্য বইয়ের ঢুকিয়ে দিয়ে ছাত্রদেরকে প্রাকৃতিক বিরোধী গড়ে তোলার পাঁয়তারা করছে। ছাত্র সমাজকে সাথে নিয়ে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলার সদ্য সাবেক সভাপতি আকন মোঃ রবিউল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।