রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ভবানীপুর এলাকায় ৮ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) বিকেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হাজী ইমান আলী আকনের বাসায় ভাড়াকৃত ২০-২৫টি কক্ষ পড়ে ছাই হয়ে গেছে। এতে স্বর্ণালংকার, নগদ অর্থ ও জমির মূল্যবান কাগজপত্র পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে রাজেন্দ্রপুর মর্ডান ফায়ার সার্ভিস ও শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের অফিসার মাহবুব আলম জানান- গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে বাড়ির প্রতিটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বাড়ির মালামাল সহ গুরুত্বপূর্ণ কাগজ আগুনে পুড়ে যায়।