তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজিত আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩ উপলক্ষে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জিতে নেয় হবিগঞ্জ জেলা পুলিশ।রোববার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।সিলেট আরআরএফ এবং হবিগঞ্জ জেলা পুলিশের মধ্যে হাড্ডাহাড্ডি ও প্রতিযোগিতাপূর্ন লড়াইয়ে শেষ পর্যন্ত হবিগঞ্জ জেলা বিজয়ী হয়।সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবির, কমান্ড্যান্ট, আরআরএফ, সিলেট; হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম।এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেনসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।