দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের ভূঁইয়া বাড়িতে ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকালে সরজমিন গেলে জানা যায়, একই গ্রামের হারুনের ছেলে রিয়ান (১৪) ও ফারুক মিয়ার ছেলে হেদায়েত উল্লাহ (১০) নামের দু’জন মিলে ৫ বছরের মেয়ে শিশুকে বড়ই খাওয়ানো কথা বলে হোসেন আলী ভূঁইয়া এবং কুতুবউদ্দিন খন্দকারের ঘরের চিপায় নিয়ে যায়।
চিপায় নিয়ে তারা দু”জনে মিলে ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিমের ডাক চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে তাদের দু’জনকে হাতেনাতে ধরে।
ধর্ষিত শিশুটিকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার জানান, ভিকটিমের বয়স ৫ বছর। যে দু’জন ধর্ষণের সাথে জড়িত তারাও শিশু। এক জনের বয়স ৮, অন্যজনের বয়স ১১ বছর। সমাজ সেবা অফিসারের উপস্থিতে জিজ্ঞাসা বাদ চলছ।