মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ তাহমিনা বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাফ হোসেন কিরনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোসাঃ তাহমিনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামন শাহীন, কালকিনি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এনায়েত হোসেন, সাবেক আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন, কালকিনি উপজেলা মৎসজীবীলীগের শাহাদাত সরদার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ অন্যান্যরা।