নেত্রকোনা-৩ কেন্দুয়া আটপাড়া আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।
ট্রাক প্রতীকে সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু তার নিকট তম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকের চেয়ে ১৫৬৩২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। (ট্রাক- ৮৪৬৭৩, নৌকা- ৬৯০৪১)।
নেত্রকোনা–৩ আসনে মোট ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিল, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী, ট্রাক প্রতীকে সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির জসীম উদ্দিন ভূঁইয়া, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির মিজানুর রহমান খান ও ছড়ি প্রতীকে ইসলামী ঐক্যজোটের প্রার্থী এহতেশাম সারওয়ার।