আল নোমান শান্ত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহীর নেতৃত্বে মিছিলে মানুষের ঢলে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা হতে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার সমর্থক তেরী বাজার বালুর ঘাট এলাকায় মিলিত হন। সেখানে নৌকা প্রতীকের প্রার্থী মোশতাক আহমেদ রুহী সবার উদ্দেশ্যে বলেন, দুর্গাপুরে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রচার-প্রচারণায় মানুষের যে সাড়া পেয়েছি ৭ জানুয়ারী নৌকার বিজয় হবে ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা হাত তুলে নৌকা মার্কায় ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। পরে এক বিশাল মিছিল বের হয় সেখানে অংশ নেওয়া হাজারো নেতাকর্মীদের নৌকা নৌকা শ্লোগানে মুখরিত হয় পুরো উপজেলা শহর।