রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

ডামি ভোটের প্রতিবাদে জয়পুরহাটে বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন

জয়পুরহাট প্রতিনিধি :
গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের সুশাসন পূর্ণ প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে জয়পুরহাটে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ৩য় দিনের প্রতিবাদ কর্মসূচি   জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরাম।
বুধবার (০৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় জয়পুরহাট আইনজীবী সমিতি চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. সালামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম তালুকদার তরুণ, সাধারণ সম্পাদক এ্যাড. শাহানুর রহমান শাহিন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. হারুনুর রশিদ, সদস্য এ্যাড. তানজির আল ওহাবসহ বিএনপি পন্থী আইনজীবীরা।
এ সময় বক্তারা, সরকারের পাতানো ডামি নির্বাচন বর্জন ও ভোটাররা  আগামী ৭ তারিখে ভোটকেন্দ্রে না যায় এজন্য সবাইকে আহ্বান জানান।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ