মোঃ বাবুল হোসেন জয়পুরহাট প্রতিনিধিঃ
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে জয়পুরহাট শহরের প্রধান সড়ক বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছেন বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।
( ১ জানুয়ারি ২০২৪ ) সোমবার দুপুরে এসব লিফলেট বিতরণ করা হয়।
জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা ও সহ-সভাপতি এডভোকেট তানজির ওহাবের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুল আলম বুলু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আসলাম, জয়পুরহাট সরকারি কলেজের সাবেক ভিপি আল-আমিন সবুজ যুবদল নেতা ফজলে বিন রয়েল সহ বিএনপি’ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত বক্তারা আওয়ামী লীগের পাতানো ৭ তারিখের নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান ও জনগণ আওয়ামী লীগ কে লাল কার্ড দেখাবে।