নাদিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ মনোনীত টেলিভিশন প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম জেন্টুর সঙ্গে নারী কর্মীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শিবগঞ্জ পৌরসভার বাগানটুলি এলাকায় এ উঠান বেঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনএফের সমর্থক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের টেলিভিশন প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম জেন্টু। এ সময় নৌকা মার্কার প্রার্থীসহ আওয়ামী লীগ সমর্থিত দুই স্বতন্ত্র প্রার্থীর কঠোর সমালোচনা করে তিনি বলেন, অর্থের বিনিময়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং আচরণবিধি লঙ্ঘন করছে। এসব অনিয়মের বিরুদ্ধে স্বোচ্ছার হয়ে টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনএফের সভাপতি মনিরুল ইসলাম, সহ-সভাপতি সেন্টু আলী ও সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ অন্যরা। এছাড়া উঠান বৈঠকে শতাধিক নারী কর্মীরা উপস্থিত ছিলেন।