সুনামগঞ্জ প্রতিনিধি::
৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির আগমন উপলক্ষে সিলেটস্থ সুনামগঞ্জ বাসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট জেল রোড পয়েন্টের হোটেল ডালাসে সিলেটস্থ সুনামগঞ্জ-৪ আসনবাসী’র আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবঃ রিজিওনাল ডিরেক্টর আবু নাসের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
প্রধান অতিথি’র বক্তব্যে নোমান বখত পলিন বলেন, আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে সুনামগঞ্জের প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আশাবাদী এই জনসভা স্মরণকালের ইতিহাসে স্মরণীয় থাকবে। এই জনসভা সফল করতে সুনামগঞ্জ বাসী ও সিলেটস্থ সুনামগঞ্জের সকল বাসিন্দাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
মতবিনিময় সভায় আফজাল হোসেন তুহিনের পরিচালনা এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর সুরমা চাকুরীজীবি পরিষদের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আতাউর রহমান, বিএমএ সুনামগঞ্জ জেলার সেক্রেটারি ডাঃ এম নূরল ইসলাম, উত্তর সুরমা চাকুরীজীবি পরিষদের সহ-সভাপতি বাহাউদ্দিন খন্দকার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক তানজিলুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সদস্য আসাদুর রহমান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য সাজ্জাদ হুসেন নাহিদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় প্রমূখ।