কে. এম. সাখাওয়াত হোসেন : ২১ কেজি গাঁজাসহ তিন মাদককারবারীকে আটক এবং একটি বাস, চারটি মোবাইল ও নগদ দুই হাজার পাঁচশ’ টাকা জব্দ করেছে র্যাব-১৪।
আটককৃতরা হলো- ভোলার লালমোহন থানাধীন রায়রাবাদ গ্রামের বেলায়েত মুন্সীর ছেলে নুর নবী (৪০), একই গ্রামের ইউসুফ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩০) ও শরীয়তপুরের ডামুড্যা থানাধীন কনেশ্বর গ্রামের ইউসুব আলী ছেলে আল মাসুদ (৫০)।
শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১৪ (সিপিসি-২) এর স্কোয়াড কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মুহা. জাহিদ হাসান। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে একই দিন ভোর সাড়ে ৪টার দিকে তাদেরকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার দূর্জর মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে আটক সক্ষম হয় র্যাব।
র্যাব জানায়, আটককৃতদের দখলে থাকা ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। এ সমসয় তাদের কাছ থেকে ২১ কেজি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাবাদে ধৃত আসামিরা দীর্ঘদিন যাবত সিলেটের সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যেম অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে। পরে তা দেশের অভ্যন্তরে বিভিন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে ভৈরব থানায় মামলা দায়ের পূর্বক আসামি হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়ধীন বলে জানায় র্যাব।