ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৃতিসন্তান অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্য পদ প্রাপ্তি হয়েছেন।
বরিবার ১২ নভেম্বর দুপুর বিধি অনুযায়ী তার আবেদন ফরম গ্রহন করে স্বাক্ষর করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বনি আমিন বাকলাইসহ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা।
এনামুল ইসলাম রুবেল জাতীয় পার্টি (জেপি) কেন্দ্ৰীয় ওয়ার্কিং কমিটির যুগ্ম মহাসচিব, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি, ঝালকাঠি জেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি, ঢাকা কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্টার পদে যুক্ত রয়েছেন।
নিজ জেলা ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য হওয়ায় সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ কার্য নির্বাহী পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এনামুল ইসলাম রুবেল।