স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে যশোর জেলা মহিলা আওয়ামী লীগ মানববন্ধন করে।
আজ বুধবার(৮ নভেম্বর) সকাল এগারোটায় যশোর প্রেসক্লাবের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজুজামানের সভাপতিত্তে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক কাজী আব্দুস সবুর হেলাল, আওয়ামী লীগ নেতা সুখেন মজুমদার, লুৎফুল কবীর বিজু, অহিদুল ইসলাম তরফদার, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সহস ভাপতি দেলোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক নাদিরা নাছরীন নিলা, আয়েশা ছিদ্দিকা খুকু, প্রচার সম্পাদক রুমানা খানম রিক্তা, মানব সম্পদ বিষয়ক সম্পাদক শিরিন বেগম, বানু ইসলাম প্রমুখ।