মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা উচনা দাখিল মাদ্রাসার ২০২৩ সালের দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থী সহ অংশ গ্রহনকারী সকল শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠান বৃহস্প্রতিবার সকাল ১২টায় মাদ্রাসা চত্তরে অনুষ্টিত হয়েছে।
উচনা দাখিল মাদ্রাসার আয়োজনে উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না।
সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী বায়েজিদ বোস্তামী, পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উচনা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল মালিক, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, ধরঞ্জী দাখিল মাদ্রাসা সুপার দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি গোলাম মোর্তুজার রহমান, ধরঞ্জী ইউপি সদস্য লাইজুর রহমান, অভিভাবক আলা উদ্দিন,কৃতি শিক্ষার্থী আছিয়া খাতুন ও ১০ম শ্রেনির শিক্ষার্থী মহসিনা আক্তার সহ আরো অনেকে।
অনুষ্ঠান অত্র মাদ্রাসার ২০২৩ সালের এ প্লাস প্রাপ্ত ৮ জন শিক্ষার্থী সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সকল অভিভাবক , শিক্ষক ও ছাত্র ছাত্রীগন মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন ।