স্টাফ রিপোর্টার : ৫০ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করেছে নেত্রকোণা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত মো. আল আমিন (২৮) নেত্রকোণা কলমাকান্দার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামে মৃত ফজলুল হক ঢালীর ছেলে।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে তাকে এসব মাদকসহ আটক করা হয়। জেলা ডিবির (পূর্ব) উপ-পরিদর্শক (এসআই) মাজাহার ইসলামের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করেন।
নেত্রকোণা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন জানায় ঢাকায় বিক্রির উদ্দেশ্যে প্লাষ্টিকে বস্তায় ভারতীয় মদ মজুদ করে রেখেছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।