মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতা:
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল জয়পুরহাট ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। অপরদিকে, নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলার পাঁচ থানা পুলিশ ৪৬ জনকে আটক করা হয়েছে বলে জানান, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। শহরে দুই ও তিন চাকার যানবাহন চলাচল করছে এবং সহিংসতা রুখতে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। জেলার উপজেলা গুলুতে হরতাল বিরোধী মিছিল হয়েছে৷ হরতালের প্রভাব নেই জয়পুরহাটে আজ রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে জেলা বাস টার্মিনাল থেকে এখন পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে অটোরিকশাসহ অন্যান্য ছোট ছোট গাড়ি,মোটরসাইকেল ও রিকশা চলাচল করতে দেখা যাচ্ছে। দোকানসহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও খোলা ছিল। জেলা পুলিশ সূত্র জানায়, শান্তি প্রিয় জেলা, যে বা যারা এ জেলার মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করে জেলাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায় তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। নাশকতার পরিকল্পনার অভিযোগে শনিবার রাতে আটককৃত ৪৬ জনের মধ্যে রয়েছে জয়পুরহাট সদর থানায় ২৫ জন, পাঁচবিবি থানায় ৬ জন, ক্ষেতলাল থানায় ৫ জন, কালাই থানা ৩ জন ও আক্কেলপুর থানা ৭ জন।