মোঃ বাবু
ল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর শনিবার দুপুরে বাগজানা উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে ইউপি সদস্য ছায়েম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা । অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সদস্য মহির উদ্দিন মন্ডল, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, পাঁচবিবি পৌর আওয়ামী লীগের সভাপতি এস কে হক, বাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক সহ স্হানীয় নেতৃত্ববৃন্দ ।
মতবিনিময় সভায় সংসদ সদস্য বেশ কয়েকজন সুবিধাভোগীদের কাছ থেকে কথা শোনেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তাদের মাঝে তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান । অনুষ্ঠানে ইউনিয়নের প্রায় সাড়ে চার হাজার বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগী নারী পুরুষ উপস্হিত ছিলেন । শেষে সংসদ সদস্য নিজ হাতে তাদের মাঝে খাবার প্যাকেট বিতরন করেন ।