দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাদ্দাম আকঞ্জি।
রবিবার বিকেলে পৌরসভার ২৬টি পূজামণ্ডপ ও উপজেলার ৪০টি পূজামণ্ডপ নিয়ে মোট ৬৬টি পূজামণ্ডপে ৬৬ হাজার টাকা পৌঁছে দেন তিনি।
পূজামণ্ডপগুলোতে সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মিয়া,যুবলীগ নেতা রাজন শেখ,নবী হোসেন,সড়ক শ্রমিকলীগের সভাপতি বিকাশ চন্দ্র সরকার,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম,সুসং কলেজ ছাত্রলীগের সভাপতি হালিম আহমেদ,ছাত্রলীগ কর্মী বায়েজিদ প্রমুখ।