নূর ইসলাম,বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে দিনাজপুর বিরামপুরে উঠান বৈঠক করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিক।
সোমবার (১৮ অক্টোবর) বিকেলে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের র্দূগাপুর গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংসদ সদস্য শিবলী সাদিক সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং স্থানীয়দের সুখ-দুঃখ, চাওয়া পাওয়ার কথা শোনেন।
বৈঠকে পলিপ্রয়াগপুর ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনয়র সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, আব্দুর রাজ্জাক মাস্টার, র্দূগাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবাশ চন্দ্র সাহা, মুশফিকুর রহমান, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুব্রত কুমার সরকার।
পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খাইরুল আলম মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক খোরশেদ আলম মানিক, পলিপ্রয়াগপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শংকর চন্দ্র দাস , ২ নং ওর্য়াড সদস্য পলাশ কুমার মন্ডল, ইউপি সদস্য মোজাম্মেল হক, ইউপি সদস্য ময়না খাতুন, শাম্মি আক্তার বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।
এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।