কুইন্টন ডি কক ও রিশি ভেন দার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
ইতোমধ্যে ৪০ ওভারে তিন উইকেটে ২৯১ রান করেছে প্রোটিয়ারা।
দলের হয়ে ৮৪ বলে ১২টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১০০ রান করে ফিরেছেন ওপেনার কুইন্টন ডি কক। ১১০ বলে ১৩টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০৮ রান করে ফিরেছেন ভেন দার ডুসেন।
শনিবার দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে মুখোমুখি শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক টিম্বা বাভুমার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
এরপর দলের হাল ধরেন কুইন্টন ডি কক ও রিশি ভেন দার ডুসেন। তারা দ্বিতীয় উইকেটে ২০৪ রানের জুটি গড়েন।
গত বৃহস্পতিবার আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দেয় নিউজিল্যান্ড। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৮২ রানে অলআউট হয় ব্রিটিশরা। টার্গেট তাড়ায় ডেভন কনওয়ে ও রাচিন রবিন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৮২ বল হাতে রেখে ৯ উইকেটের দাপুটে জয় পায় নিউজিল্যান্ড।
গতকাল শুক্রবার দ্বিতীয় ম্যাচে আইসিসির সহযোগী সদস্য দল নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান।
শনিবার ভারতের ধর্মশালায় দিনের প্রথম ম্যাচে বিশ্বকাপের এবারের আসরের তৃতীয় খেলায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ।