শেখ জহিরুল ইসলাম: নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের ভাটি সাভার গ্রামের মো. লাল মিয়া ফকিরের স্ত্রী মোছাম্মৎ শরীফা আক্তার(৪৫) একই গ্ৰামের মো.মনির উদ্দিনের পুত্র জিয়াউর রহমান,হেলাল মিয়া,জাহাঙ্গীর মিয়া, আলমগীর মিয়া, সুজিনা আক্তার, সোহাগ মিয়া, মামুন মিয়া রাসেল মিয়া,গংরা প্রকাশ্যে মারপিট করে শরিফাকে হত্যা করে এ বিষয়ে শরিফার স্বামী লাল মিয়া ফকির বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে মামলা নং ২৪/ তারিখ ২০/০৯/২০২৩ ধারা ১৪৩,৪৪৭, ৩২৩, ৩০৭,৩০২,১১৪,৫০৬,৩৪ মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত মো.ওবায়দুর রহমান মামলার অভিযুক্ত ৮ আসামির মধ্যে দুই আসামিকে পৃথক পৃথক স্থান থেকে গ্রেফতার করেছেন।গ্রেফতারকৃতরা হলেন-মো.জিয়াউর রহমানের পুত্র মো.আলমগীর মিয়া (২০) ও মো.হেলাল উদ্দিনের পুত্র মো. সোহাগ মিয়া (২২)। তারা নান্দাইল ভাটি সাভার গ্রামের বাসিন্দা। এ দিকে মামলার আসামি লোকজন বাদিকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে আসছে বলে বাদি জানায় মামার বাদীর ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।