ফেনী প্রতিনিধি # ফরহাদ খোন্দকার
সোনাগাজীতে ধানের চারা রোপন নিয়ে মারামারিতে আহত লিটন মিয়া ১ সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন।সে উপজেলার চরদরবেশ ইউনিয়নের নামার দোকান(কোম্পানী বাজার) এলাকার বাসিন্দা।অভিযুক্ত চৌধুরী মিয়া একই এলাকার বাসিন্দা।মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে