আরিফুর রহমান ,ঝালকাঠি।।
ঝালকাঠিতে গাঁজা সহ কবির হোসেন ওরফে দুখু মিয়া (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা( ডিবি)পুলিশ। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার নবগ্রাম নাপিতখালী ব্রিজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান।
গ্রেফতার মাদক কারবারি কবির হোসেন ওরফে দুখু মিয়া দক্ষিন নবগ্রাম এলাকার মৃত ছফুর শেখের ছেলে।
ওসি (ডিবি) মোঃ মনিরুজ্জামান বলেন,পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল স্যারের নির্দেশে অভিযান চালিয়ে কবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।