গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠণে সাক্ষরতা প্রসার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাাঁর সাপাহারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নওগাঁ এর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভা শেষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। এসময় উপস্থিত ছিলেন উপজলা আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার মিলন সরেন,সাপাহার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলোমগীর হোসেন, সহকারি শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সরকার, উপজলা আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন এর সুপারভাইজার রুবেল, তৃপ্তি, কুলসুম, যোসেফ,প্রভাত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।