মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যানের প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বুলু বেপারীর সার্বিক সহযোগীতায় শিকারমঙ্গল মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শিকারমঙ্গল রাশিদিয়া মাদ্রাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে টাইব্রেকারে জয় পেল রংধনু ক্লাব।
খেলায় রংধনু ক্লাব ও এক্স গ্যাং এর মধ্যকার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায়। ম্যাচটি গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ম্যাচটি ৪-৩ গোলে জয় পায় রংধনু ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিকারমঙ্গল ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস বেপারী। এসময় উপস্থিত ছিলেন শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, সংগঠনের ডাসার যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের, কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খান, সংগঠনের উপদেষ্টা তাইজুল ইসলাম সাজ্জাদ শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনের সভাপতি বি এম রাজিব হোসেন, সাধারণ সম্পাদক সজিব খাঁন সহ অন্যান্যরা।