মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজিত স্মরনকালে সর্ববৃহত্তম ছাত্রসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ পাঁচবিবি পৌর শাখার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় পাঁচবিবি রেল স্টেশন রোডস্থ ছাত্রলীগের দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পৌর শাখার সাধারন সম্পাদক সাইদুর রহমান রাজু।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব।
পৌর ছাত্রলীগের সহ সভাপতি সৌরভের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর
এমএ হান্নান রনি, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ হাসান সেতু, সাবেক ছাত্রনেতা আহসান হবীব রিংকু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।