মোঃনাজমুল হোসেন বিজয়। বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে ২২৫ পিস ইয়াবা সহ রাকিবুল জোমাদ্দার (২৬) নামের ১যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালি নামক স্থান থেকে জেলা ডিবি পুলিশ তাকে আটক করে। আটককৃত রাকিবুল পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার টিয়াখালী গ্রামের আজিজ জোমাদ্দারের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, বরগুনা জেলা ডিবি পুলিশের এস আই জ্ঞান কুমার দাস এর নেতৃত্বে একদল ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালি নামক স্থান থেকে ২২৫ পিস ইয়াবা সহ রাকিবুল জোমাদ্দারকে আটক করে খানায় সোপর্দ করেন।
তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২২৫ পিস ইয়াবা সহ আটককৃত রাকিবুল জোমাদ্দারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। #### তারিখঃ ২৫-০৮-২০২৩ ইং।