রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

টেকনাফে ডেঙ্গু ও করোনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

কে এম নুর মোহাম্মদ
কক্সবাজার জেলা প্রতিনিধি

কোভিড-১৯ করোনা ভাইরাস ও এডিস মশা সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ প্রাঙ্গনে টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল কাসেম। এনজিও সংস্থা ইপসা আউটলেটইট ম্যানেজার নিউ চাকমার পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমদ, উপজেলা প্রাণিসম্পদ উপ-সহকারী কর্মকর্তা নুরুল আলম মিয়া ও সাংবাদিক আবুল কালাম আজাদ। এনজিও সংস্থা ইপসা কতৃক আয়োজিত এবং ঢাকা আহসানিয়া মিশন(ডিএম) কনসোটিয়াম এর বাস্তবায়নে কোভিড-১৯ করোনা ভাইরাস ও ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক আতœসামাজিক এবং স্বাস্থ্য সংরক্ষণ কর্মশালায় ভেনিফিসারী ও স্থানীয় নারী সমাজ উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ