মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার গ্রামীণ ব্যাংক রুকিন্দিপুর শাখায় গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্দেশনায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে গ্রামীণ ব্যাংক নওগাঁ জোনের আওতাধীন জয়পুরহাট এরিয়ার অফিসের রুকিন্দিপুর শাখার আয়োজনে কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসাবে সদস্যদের মাঝে গাছ বিতরণ করেন গ্রামীণ ব্যাংক জয়পুরহাট এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার কমল চন্দ্র সরকার। এসময় উপস্থিত ছিলেন রুকিন্দিপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ ইদ্রিস আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শেষে কেন্দ্র প্রধানদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ শতাধিক গাছ বিতরণ করা হয়।