মোঃ রফিকুল ইসলাম, আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি :
১৫ আগস্ট, স্বাধীনতার মহান স্থপতি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় উপজেলা প্রশাসন কর্তৃক আজ রোজ মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. শাকিল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ।আলোচনা সভায় উপস্থিত ছিলেন
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা একাডেমি সুপাভাইজার রূপা নন্দী, সহ অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ। পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়৷