কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগস্ট) বিকাল ৪টায় জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন বাঘবাড়ী ইয়ুথ ক্লাবের আয়োজনে ও কমলগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ী মন্ডপে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.রইছ আল রেজুয়ান।
বাঘবাড়ী ইয়ুথ ক্লাবের উপদেষ্টা সুরঞ্জিত সিংহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশিদ আলী,বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর প্রধান শিক্ষক রাজকান্ত সিংহ,উপজেলা যুব উন্নয়ন সহকারি কর্মকর্তা আব্দুল মালেক, বাঘবাড়ী ইয়ুথ ক্লাবের উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য রঞ্জিত কুমার সিংহ। এসময় বক্তব্য দেন বিপ্লব কুমার সিংহ,সাংবাদিক নির্মল এস পলাশ,সালাহউদ্দিন শুভ,বাঘবাড়ী ইয়ুথ ক্লাবের সাধারন সম্পাদক অনিল কুমার সিংহ প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, যে কোন দেশের যুব সমাজ সেই দেশের বড় শক্তি। যুব সমাজই একটি দেশের অর্থসামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি। দেশকে এগিয়ে নিতে হলে যুব সমাজকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বাঘবাড়ী ইয়ুথ ক্লাবের উপদেষ্টা ইঞ্জিনিয়ার অরুণ কুমার সিংহ, সমন্বয়ক ও উপদেষ্টা সঞ্জয় কুমার সিংহ,সুজিব কুমার সিংহ,পূর্ণেন্দু সিংহসহ ইয়ুথ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।