ভোলা প্রতিনিধি॥
পল্লী সঞ্চয় ব্যাংক ভোলা জেলার আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক কর্ম-সম্পাদনে দক্ষতার সাথে বাস্তবায়নের স্বীকৃতি স্বরুপ জেলায় শ্রেষ্ঠ মাঠ সহকারীর তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করছেন পল্লী সঞ্চয় ব্যাংক লালমোহন উপজেলা শাখার মাঠ সহকারী মোঃইয়াছিন আরাফাত (ই-৭৬)।
গতকাল রোববার (৬ আগস্ট) বেলা ১১টায় পল্লী সঞ্চয় ব্যাংকের ভোলা জেলা আঞ্চলিক কার্যালয়ে ২০২২-২০২৩ অর্থ বছরের শ্রেষ্ঠ মাঠ সহকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
এসময় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাঠ সহকারীর তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করায় পল্লীয় সঞ্চয় ব্যাংক লালমোহন উপজেলা শাখার মাঠ সহকারী মোঃইয়াছিন আরাফাতের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন ভোলা জেলা আঞ্চলিক কর্মকর্তা মোঃলোকমান হোসেন (রাজু)।