তানভীর আহমেদ::
‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ ভবনের সামন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে আলোচনাসভায় এসে মিলিত হয়৷ আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
সভায় উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাছান-উদ-দৌলা, উপজেলা প্রকৌশলী (এলজি ইডি) মো. আরিফ উল্লাহ খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ। সভায় সাংবাদিক তানভীর আহমেদ, শওকত হাছান, মনিরাজ শাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।