শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝালকাঠিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় শিশুসহ ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত হয়েছেন আরও অনেকে। এই দুর্ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ছত্রকান্দায় এ দুর্ঘটনা ঘটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক শাখাওয়াত হোসেন।
তিনি জানান, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চলমান আছে, এ দুর্ঘটনায় মৃত্যু আরও বাড়তে পারে।
এদিকে খুলনা-ঝালকাঠি মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।