আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গননা। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ভোট চলাকালে কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা রিটার্নিং অফিসার শারমিন আফরোজ জানান, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে পোনাবালিয়া ইউনিয়নবাসী তাদের ভোট প্রদান করেছেন। কোথাও কোন সংঘর্ষ বা প্রার্থী-ভোটারদের অভিযোগ পাওয়া যায়নি।
ভোটাররা জানিয়েছেন, এত সুন্দর পরিবেশে দীর্ঘবছর কোনো ভোট হয়নি। পোনাবালিয়া ইউনিয়ন পরিষদে স্বতস্বফূর্ত ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে ভোট কেন্দ্র ও তার আশপাশ ছিল শান্তিপূর্ণ।
পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ সমর্থিত ফারুক হোসেন খান ও স্বতন্ত্র প্রার্থী ওয়ারেচ আলী খান ।
এছাড়া মেম্বার পদে ২৩জন এবং সংরক্ষিত নারী আসনে ৬ জন ঝালকাঠির সদরের ৭ নং পোনাবালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত নারী আসনে মোট ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
নির্বাচনে মোট ভোটার ছিল ১২৯৪২জন এরমধ্যে পুরুষের সংখ্যা ৬৭৭৪ জন মহিলার সংখ্যা ৬১৬৮ জন।