স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরে পানিতে ভাসছিল চৌদ্দ মাস বয়সী শিশু আহামদ আলীর মরদেহ।
বুধবার (১২ জুলাই) সকালে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের বাড়ির সামনে পুকুরে শিশুটির ভাসমান মরদেহ ভাসছিল। ওই গ্রামের মো. সাদির মিয়া ও মারিয়া আক্তার দম্পতির সন্তান।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে নিজ বসতঘরে আহামদকে রেখে মা মারিয়া আক্তার রান্না ঘরে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বসতঘর থেকে সকলের অগোচরে হামাগুড়ি দিয়ে বাড়ির সামনে পুকুরে পড়ে যায় আহামদ। এক ফাঁকে ঘরে আহামদকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুর মা। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির সামনে পুকুরের পানিতে ভাসতে দেখেন শিশুর মা মারিয়া। তার ডাক চিৎকারের বাড়ীর লোকজন ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিশাত তাসনিম সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু আহামদ আলীর মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে আহামদ মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে দুপুরে শিশুর মরদেহ মৃতের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।