আমির আলী অভয়নগর ( যশোর) প্রতিনিধি:-
“মানষ মানুষের জন্য” এই স্লোগানকে সামনে রেখে ৫ জুলাই বুধবার সকালে অভয়নগরেরর ধুলগ্রাম মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অসহায় ও দরিদ্রদের মধ্যে ১৮ টির মধ্যে প্রথম কিস্তিতে ১১ টি নতুন ভ্যান বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন ফাউণ্ডেশন এর সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন এর প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান এ ভ্যান বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও ধুলগ্রাম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ডাঃ এটিএম মনজুরুল মুরশিদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু,উপজেলা সমাজ সেবা অফিসার অহিদুজ্জামান,সিদ্দিপাশা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল কাসেম,ধুলগ্রাম মডেল স্কুলের প্রধান শিক্ষক সত্যজিৎ শিকদার, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক প্রধান শিক্ষক শাহাদত হোসেন ,ইউপি সদস্য ইসমাইল হোসেন,সংরক্ষিত আসনের সদস্য কোহিনুর আক্তার,পিডবলিউএ এর সুপারভাইজার আশা খাতুন উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম।
