জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহ্যবাহী ছাত্র কল্যান মুলক সংগঠন শিক্ষার্থী সমিতির আয়োজনে ৪০ বছরের ধারাবাহিকতায় ঈদের পর দিন ঈদ পুনর্মিলনী, কৃতিমুখ সংবর্ধনা, নবীন বরন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বর্ষন মুখর আবহাওয়ায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য রেজাউল হাসান। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ জাকারিয়া, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব, সমিতির উপদেষ্টা এ্যাডঃ মাফিজুল সরকার ও শ্যামল কুমার। বক্তব্য রাখেন শিক্ষার্থী সমিতি ফাউন্ডেশনের সদস্য সচিব সাবেক সহকারী অধ্যাপক আজাদ আলী,সমিতির কার্যকরী সভাপতি মেহেদী হাসান, সম্পাদক আখের প্রমুখ। অনুষ্ঠানে পাঁচবিবি উপজেলা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নতুন ছাত্রদের নবীন বরন, কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও মেধাবী ছাত্র ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হয়। পরে বিনোদন মূলক ম্যাজিক বক্স, ফ্যাশান শো, আবৃত্তি ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় ।