আরিফুর রহমান, নলছিটি।।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে ঝালকাঠির জেলার নলছিটি উপজেলা যুবলীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে বাসস্ট্যান্ড বিজয় উল্লাস চত্বরে এ শান্তি সমাবেশের প্রস্তুতি সভা করা হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক মামুন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান,যুবলীগের কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ,ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম আহবায়ক কামাল শরিফ,যুবলীগ নেতা সরোয়ার হোসেন স্বপন প্রমুখ।
প্রস্তুতি সভার সঞ্চালনা করেন নলছিটি উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ শাওন ইসলাম বাবু।
সভায় বক্তারা বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে। বিএনপি মিথ্যাচার করছে, দেশের মানুষকে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। রাজপথে বিএনপি’র বিরুদ্ধে আন্দোলনে যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
তারা আরও বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিভাগীয় শান্তি সমাবেশ সফল ও সার্থক করতে হবে।