উল্টোপথে অটোরিকশা নিয়ে পদ্মা সেতু ওঠেন এক চালক। নিরাপত্তা কর্মীদের ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন ওই চালক। চালককে খুঁজতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ সোমবার সকাল ১০টা থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে রবিবার রাত ২ টা ৪৫ মিনিটের দিকে পদ্মা সেতুর ২১ ও ২২ নম্বর পিলারের মাঝামাঝি স্থান থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন ওই চালক।
মাদারীপুরের চর জানাজাত নৌ-পুলিশের ইনচার্জ মো. জাহানুর আলী জানান, ওই অটোরিকশাচালক মাওয়া প্রান্ত হয়ে উল্টাপথে সেতুতে উঠে যান। তখন সেতুর রোড নিরাপত্তার দায়িত্বরত সদস্যরা চালককে ধাওয়া করলে দ্রুতগতিতে অটোরিকশা চালান তিনি। বিপরীত দিক থেকে একটা ট্রাক আসতে দেখে ওই চালক সেতুর ২১ ও ২২ নম্বর পিলারের মাঝামাঝি অটোরিকশা রেখে নদীতে ঝাঁপ দেন।যেখানে ঝাঁপ দেন ওই জায়গার নাম চরচান্দা। এটা মাদারীপুর জেলায় মধ্যে পড়েছে। আজ সোমবার দুপুর পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। এ ছাড়া তাঁর নাম পরিচয়ও পাওয়া যায়নি।
নৌ-পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আমরা সেতুর নিরাপত্তা দায়িত্বরত সদস্যসের সঙ্গে কথা বলেছি। তারা জানান, তাদের ধারণা ওই চালক মানুষিক ভারসাম্যহীন।
তিনি আরও বলেন, রাত থেকেই আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি। ওই চালককে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, মধ্যরাতে পদ্মা সেতুর ওপর থেকে এক অটোরিকশা চালক নদীতে ঝাঁপ দিয়েছে শুনেছি। এখন নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান করছেন।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অটোরিকশাটি থানায় নিয়ে এসেছি। ঘটনাটি মাদারীপুর এলাকার। নিখোঁজ চালকের পরিচয় পাওয়া যায়নি।পদ্মা সেতুর টোলপ্লাজার ম্যানেজার কামাল হোসেন বলেন, এক অটোরিকশা চালক পদ্মা সেতু থেকে ঝাঁপ দেয় নদীতে। বিষয়টি আমি জানি। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে উল্টোপথে দিয়ে তিনি উঠলে রোড নিরাপত্তা কর্মীরা তাঁকে ধরতে চেষ্টা করে। তখন তিনি অটোরিকশা রেখে নদীতে ঝাঁপিয়ে পড়েন।