মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষ্যে বুধবার প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আধিপত্যকে বিপর্যস্ত করার আশায় রিপাবলিকান দলের প্রর্থীতার লড়াইয়ে যোগ দিয়েছেন তিনি। ফেডারেল ইলেক্টোরাল কমিশনের নিয়ম অনুযায়ী কাগজপত্র জমা দিয়েছেন ফ্রান্সিস সুয়ারেজ।
৪৫ বছর বয়সী সুয়ারেজ তার সমর্থকদের প্রতিশ্রুতি দেয়া এক ভাষণে বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।
তিনি কয়েক ডজন প্রার্থীর সাথে যোগ দিচ্ছেন, তারা সকলেই রিপাবলিকান দলের প্রার্থীতার জন্য দুইবার অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন।
সুয়ারেজ হলেন ফ্লোরিডার তিনজন প্রার্থীর একজন। তিনি গভর্নর রন ডিসান্টিস ও ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করছেন। ট্রাম্প হোয়াইট ছেড়ে যাওয়ার পর থেকে তার প্রাসাদ মার-এ-লাগোতে বসবাস করছেন।
রিপাবলিক ঘরনার সংখ্যাগরিষ্ঠ অংশ ২৩ আগস্ট নির্ধারিত প্রথম দফার বিতর্কে মুখোমুখী হবে।
প্রাথমিক প্রতিদ্বন্দ্বীতায় অংশ নেয়া বিজয়ী প্রার্থী ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে লড়াই করবে। খুব সম্ভাবত ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হবেন জো বাইডেন।
সূত্র:এএফপি’র।