টিআইবির উদ্যোগে ঝালকাঠিতে পরিচালিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে রিমন মাহমুদ দলনেতা এবং সহ দলনেতা (নারী) রাইহানা তুল জান্নাত দিনা ও সহ দলনেতা (পুরুষ) মোঃ সাহরিয়া পাপন নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) সনাক কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক ইয়েস সভায় সদস্যদের ভোটে তাদেরকে আগামী ০৬ মাস (জুলাই-ডিসেম্বর’২৩) এর জন্য নির্বাচিত করা হয়।
চলমান মেয়াদের (জানুয়ারি-জুন’২৩) সহ-দলনেতা মোঃ জিহাদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক ইয়েস সভায় অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচন। দলনেতা ও সহ দলনেতা পদে পাঁচজন প্রার্থীর মধ্যে ইয়েস সদস্যদের গোপন ভোটে এ তিনজন নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন ইয়েস উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তালুকদার ও টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান।